আমার বন্ধু ময়ূরী আমার মন করলো চুরি।
অপূর্ব সন্দুরি,রুপের নিশায় মাতাল হইয়া ছারলাম ঘর বাড়ি।
দেইখা মুখেরও হাসি আমি শুধু পাগল নয়গু পাগল দেশবাসী।
যেমন কামার কুমার কৃষক চাষি চায় নজর বরি।
অপূর্ব সন্দুরি রুপের নিশায় মাতাল হইয়া ছারলাম ঘরবাড়ি।
কি রুপের বাহার সারা অঙ্গ ঢেউ খেলতেছে যৌবনও জুয়ার।
মনে লয় দিতাম সাঁতার জরাইয়া দরী।
অপূর্ব সন্দুরি রুপের নিশায় মাতাল হইয়া ছারলাম ঘরবাড়ি।
তুমি দূরে থেকোনা আমার কাছে এসনা।
শেখ তোফাজাল বলে লইব কুলে পাব শান্তনা।
ওরে অবুজ মনে বুজ মানেনা সহেনা দেরি।
অপূর্ব সন্দুরি রুপের নিশায় মাতাল হইয়া ছারলাম ঘরবাড়ি!!!